Posts

Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Image
নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল (Gathering political decision brings about five State) ঘোষণার পরের দিন অর্থাৎ শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices) বদল করেছে তেল সংস্থাগুলি ৷ তবে এদিন দেশের মহানগরে স্থির রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের রাজধানীতে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি (১১০ টাকা প্রতি লিটার) ৷ বিশ্ব বাজারে ক্রুডের দামে গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ কিন্তু দেশের বাজারে গত চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷দিল্লি-পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা যে যে শহরে বদল করা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫২ টাকা, ডিজেল ৮৬.৭৪ টাকা লখনউ- পেট্রোল ৯৫.১৩ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬১ টাকা পটনা- পেট্র...

West Bengal Today's Weather Forecast|| দোলের আগে কি রাজ্যে ফের বদলে যাবে আবহাওয়া? রইল হাওয়া অফিসের পূর্বাভাস...

Image
West Bengal Latest Weather Forecast: আগামী সপ্তাহেই বসন্তোৎসব। দু'বছর করোনা অতিমারীর জেরে কোনও সেভাবে হোলি উপভোগ করতে পারেনি সাধারণ মানুষ। ফলে এ বারে সংক্রমণ একেবারে তলানিতে ঠেকায় কম-বেশি সকলেই অপেক্ষা করে রয়েছেন ওই দু'টি দিনের জন্য।*এ দিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ৪৮ ঘণ্টা বসন্তের হাওয়া বইবে বঙ্গে (Weather Update)। মেঘমুক্ত আকাশ মনোরম পরিবেশ। সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে। জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলে। ফাইল ছবি। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ (Weather Update)। সকাল ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তি থাকবে না। ফাইল ছবি। *উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Climate Update)। আগামী কয়েকদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কলকাতা ও শহরতলিতে সকাল সন্ধ্যায় হালকা শীতের আমেজ। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে গরম অনুভূত হবে। ফাইল ছবি। *পশ্চিমী ঝঞ্ঝা স...

Viral: ছবিটার দিকে ১ সেকেন্ড তাকিয়ে থাকুন, আর তারপরেই দেখুন ম্যাজিক

Image
যবে থেকে লকডাউন শুরু হয়েছে, ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, 'ব্রেইনটিজার' (Viral Brainteaser)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ (Viral) কখনও বা শেয়ার করা হচ্ছে কোনও অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়! দেখতে দেখতে সেই ব্রেনটিজার ভাইরাল (Viral) হচ্ছে! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি অপটিক্যাল ইল্যিউশনের ভিডিও! ভিডিওটার দিকে ১ সেকেন্ড তাকিয়ে থাকুন, তারপরেই দেখুন ম্যাজিক- - সম্পর্কিত খবরএই ভিডিওটি তৈরি করেছেন জাপানি শিল্পী জাগারকিন। দুটো বৃত্ত রং-এ ভরা, মধ্যিখানে রয়েছে তীর চিহ্ন। যখন ভিডিওটি দেখবেন, মনে হবে যেন বৃত্ত বা সার্কলগুলো ঘুরছে। কিন্তু বৃত্তগুলো মোটেও ঘুরছে না! অপটিক্যাল ইল্যিউশনের জন্য আপনার চোখ ধোকা খাচ্ছে! বৃত্তের মধ্যে থাকা তীর চিহ্ন আর রংগুলো ঘুরছে, বৃত্ত কিন্তু নড়ছে না, নিজের জায়গায়-ই আছে! অপটিক্যাল ইল্যিউ...

India-Pakistan: পাকিস্তানে গিয়ে পড়ল ‘ভুল করে ছোড়া’ ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ দিল কেন্দ্র

Image
ভুল করে ছোড়া হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর ছোড়া সেই ক্ষেপণাস্ত্র গিয়ে পৌঁছেছিল পাকিস্তানে। শুক্রবার তড়িঘড়ি সেই ভুল শুধরানোর প্রক্রিয়া শুরু করল নয়াদিল্লি। গত ৯ মার্চের ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। ভুলের জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাক পঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।কী ভাবে এমন ভুল হল তা জানিয়ে কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে,'গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের ত...

Russia Ukraine War: পশ্চিম থেকে মুখ ফেরালে ১০০ বছর পিছিয়ে যাব! পুতিনকে হুঁশিয়ারি রুশ ধনকুবেরের

Image
কিভের উপর মস্কোর আগ্রাসনের ফলে যে ব্যবসায়িক সংস্থাগুলি রাশিয়া ছে়ড়ে চলে গিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত রাশিয়াকে আরও ১০০ বছর পিছিয়ে দেবে। ক্রেমলিনকে হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পোতানিন। পোতানিন রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং ধাতু সংস্থা নরলিস্ক নিকেল-এর মালিক। পোতানিন জানান, রাশিয়া পশ্চিমী সংস্থা এবং বিনিয়োগকারীদের দেশে ঢোকার পথ বন্ধ করলে ১৯১৭ সালের বিপ্লবের অশান্ত দিনগুলিতে ফিরে যেতে হতে পারে। তিনি রাশিয়ান সরকারকে পশ্চিমী সংস্থাগুলির সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সতর্ক করে এই বার্তাই দিয়েছেন। তবে পোতানিন এ-ও বলেন, ''অনেক বিদেশি সংস্থা রাশিয়ায় নিজেদের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে, আবেগের বশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথবা তারা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস, তারা আবার রাশিয়ায় ব্যবসা করতে ফিরে আসবে।''পোতানিনকে বলা হয় রাশিয়ার 'বিল গেটস'। এই বছর শেয়ার বাজারে নরিলস্ক নিকেল ক্ষতির মুখে পড়ে এক চতুর্থাংশ খোয়ানো সত্ত্বেও তিনিই সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে রয়ে গিয়েছেন। পাশাপাশি মস্কো-কিভ সঙ্ঘাত শুরুর ফলে তাঁর সংস্থা চ...

UCO Bank: গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার ইউকো ব্যাঙ্কের ম্যানেজার

Image
কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার এক দালাল-সহ হুগলির ভদ্রেশ্বরে ইউকো ব্যাঙ্কের শাখার ম্যানেজার। ধৃতের নাম ব্যাঙ্ক ম্যানেজারের নাম সৌমিত্র মির্দ্দা (৫৭)। সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাঙ্কে জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ফিক্সড ডিপোজিট, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে গ্রাহকদের টাকা আত্মসাৎ করা হয়।আর্থিক তছরুপের বিষয়টি নজরে আসতে নিজেদের মতো করে তদন্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বরখাস্ত করা হয় ম্যানেজারকে। এর পরেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। ভদ্রেশ্বর থানার পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয়। আর্থিক তছরুপ-কাণ্ডে আর কারা জড়িত, তা জানতে জেরা করা হয় সৌমিত্রকে। জেরার পর সৌরভ বিশ্বাস নামে আর এক দালালকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চন্দননগর আদালত।

West Bengal Budget Session 2022|| রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশ, কী পেলেন মহিলারা? কোথায় বাড়ল বরাদ্দ?

Image
West Bengal Budget meeting 2022: বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) অর্থমন্ত্রীর ঘোষণা করেন, এ বারে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন।#কলকাতা: বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে মহিলাদের জন্য যে বিশেষ কিছু অপেক্ষা করতে পারে, তা নিয়ে রাজ্যের মহিলারা আশাবাদী ছিলেন। অর্থমন্ত্রী মহিলাদের নানা প্রকল্পের কথা তুলে ধরেছেন বাজেট ভাষণে। বার্ধক্য পেনশন এবং প্রতিবন্ধী পেনশন ছাড়াও রাজ্য সরকার বিধবা পেনশন দেয়। এ বারের বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) সেই বিধবা ভাতায় বরাদ্দ বাড়ানোর কথা জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে ১৩ লক্ষেরও বেশি মহিলা বিধবা ভাতা পান। তার জন্য সরকারের খরচ হয় ১,৫৬০ কোটি টাকা। বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) অর্থমন্ত্রীর ঘোষণা করেন, এ বারে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন। সেই অতিরিক্ত ৮ লক্ষ বিধবা মহিলাকেই ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই পেনশন দেওয়া হবে। যার ফলে মোট ২১ লক্ষ বিধ...