Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল (Gathering political decision brings about five State) ঘোষণার পরের দিন অর্থাৎ শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices) বদল করেছে তেল সংস্থাগুলি ৷ তবে এদিন দেশের মহানগরে স্থির রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের রাজধানীতে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি (১১০ টাকা প্রতি লিটার) ৷ বিশ্ব বাজারে ক্রুডের দামে গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ কিন্তু দেশের বাজারে গত চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷দিল্লি-পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা যে যে শহরে বদল করা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫২ টাকা, ডিজেল ৮৬.৭৪ টাকা লখনউ- পেট্রোল ৯৫.১৩ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬১ টাকা পটনা- পেট্র...