Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল

Image
নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল (Gathering political decision brings about five State) ঘোষণার পরের দিন অর্থাৎ শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Prices) বদল করেছে তেল সংস্থাগুলি ৷ তবে এদিন দেশের মহানগরে স্থির রাখা হয়েছে তেলের দাম ৷ অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের রাজধানীতে পেট্রোল ও ডিজেলের দাম বদল করা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম এখনও গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি (১১০ টাকা প্রতি লিটার) ৷ বিশ্ব বাজারে ক্রুডের দামে গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ কিন্তু দেশের বাজারে গত চার মাস ধরে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷দিল্লি-পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা যে যে শহরে বদল করা হয়েছে পেট্রোল-ডিজেলের দাম নয়ডা- পেট্রোল ৯৫.৬৪ টাকা, ডিজেল ৮৭.১৪ টাকা গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৫২ টাকা, ডিজেল ৮৬.৭৪ টাকা লখনউ- পেট্রোল ৯৫.১৩ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬১ টাকা পটনা- পেট্র...

Viral: ছবিটার দিকে ১ সেকেন্ড তাকিয়ে থাকুন, আর তারপরেই দেখুন ম্যাজিক








যবে থেকে লকডাউন শুরু হয়েছে, ট্যুইটারে নতুন একটি বিষয় ট্রেন্ড করছে, 'ব্রেইনটিজার' (Viral Brainteaser)! কী এই ব্রেনটিজার? এমন সব ছবি ও ধাঁধা যার সমাধান করে মগজ পুষ্ট হয়। কখনও খুঁজে বের করতে হচ্ছে বাঘ, কখনও বা ছুঁড়ে দেওয়া হচ্ছে চিতাবাঘ বা মৌমাছি খোঁজার চ্যালেঞ্জ (Viral) কখনও বা শেয়ার করা হচ্ছে কোনও অপটিক্যাল ইল্যিউশনের ছবি বা ভিডিও! নেটিজেনরা এই নতুন খেলা বেজায় পছন্দও করছেন! নিজেরা সমাধান করে ফের অন্যের উদ্দেশ্যে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়! দেখতে দেখতে সেই ব্রেনটিজার ভাইরাল (Viral) হচ্ছে! এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি অপটিক্যাল ইল্যিউশনের ভিডিও! ভিডিওটার দিকে ১ সেকেন্ড তাকিয়ে থাকুন, তারপরেই দেখুন ম্যাজিক- -

সম্পর্কিত খবরএই ভিডিওটি তৈরি করেছেন জাপানি শিল্পী জাগারকিন। দুটো বৃত্ত রং-এ ভরা, মধ্যিখানে রয়েছে তীর চিহ্ন। যখন ভিডিওটি দেখবেন, মনে হবে যেন বৃত্ত বা সার্কলগুলো ঘুরছে। কিন্তু বৃত্তগুলো মোটেও ঘুরছে না! অপটিক্যাল ইল্যিউশনের জন্য আপনার চোখ ধোকা খাচ্ছে! বৃত্তের মধ্যে থাকা তীর চিহ্ন আর রংগুলো ঘুরছে, বৃত্ত কিন্তু নড়ছে না, নিজের জায়গায়-ই আছে! অপটিক্যাল ইল্যিউশনের জন্য আপনার মনে হচ্ছে বৃত্তদুটিও ঘুরছে। নেটিজেনদের এই অপটিক্যাল ইল্যিউশনের খেলা বেজায় পছন্দ হয়েছে! ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে










Comments

Popular posts from this blog

India-Pakistan: পাকিস্তানে গিয়ে পড়ল ‘ভুল করে ছোড়া’ ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ দিল কেন্দ্র

UCO Bank: গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ! গ্রেফতার ইউকো ব্যাঙ্কের ম্যানেজার